২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

বিরলের মাদক ও সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
64


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

ভারত সীমান্ত লাগোয়া বিরল উপজেলার নং ধর্মপুর ইউনিয়নের একটি গ্রামের নাম কামদেবপুর গ্রাম। ভারত সীমান্ত লাগোয়া এলাকা হওয়ার সুবাদে ভারতের সীমান্ত পেরিয়ে মাদকে সয়লাব হচ্ছে কামদেবপুর এলাকা। উঠতি বয়সের যুবকরা হাত বাড়ালেই সহজেই মিলছে মরণ নেশা ফেন্সিডিল, হেরোইনসহ নানা ধরনের মাদকদ্রব্য। ফলে উঠতে বয়সের যুবকরা দিন দিন মরণ নেশায় আশক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। যুব সামজকে ভয়াল মাদকের ধাবা থেকে ফিরিয়ে আনার লক্ষে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ কামদেবপুর এলাকাকে মাদক মুক্ত করে কামদেবপুরকে একটি আদর্শ গ্রাম গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যায়নরত কামদেবপুর গ্রামের শিক্ষার্থীরা ভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার বিকেলে ধর্মপুর ইউনিয়নের কামদেবপুরে মাদক সামাজিক অসংগতি বিরোধী পদযাত্রা জনসভার আয়োজন করেন।

পদযাত্রা শেষে কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহষ্পতিবার সন্ধ্যায় কামদেবপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ আব্দুস শুকুর এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরল থানার ওসি (তদন্ত) মোঃ রবিউল ইসলাম।

মোঃ হাসান এর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক মাওলানা মোঃ মশিউর রহমান, বিশেষ অতিথি ধর্মজৈন বিওপি কমান্ডার মোঃ শুকুর আলী বক্তব্য রাখেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে কালিয়াগঞ্জ দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওঃ মজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি সভাপতি মানিকুল ইসলাম মানিক, শিক্ষক সমাজ সেবক মোঃ মুরসালিন কাফি, কাজী মোঃ মোজাফ্ফর হোসেন, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শরিফ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা মাদক সামাজিক অসংগতির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth