২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

কুড়িগ্রামের রাজিবপুরে ৬ বছরের সন্তান নিয়ে গৃহ বধু উধাও

আমাদের প্রতিদিন
3 weeks ago
92


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজিবপুরে নিজের বছরের সন্তান কে নিয়ে এক  গৃহ বধু উধাওয়ের  ঘটনা ঘটছে।

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়ন সরকার পাড়া গ্রাম থেকে এক গৃহবধূ তার বছরের সন্তান কে নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিষয়ে  চর রাজিব পুর থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন তার স্বামী আবু হায়দার

অভিযোগ সূত্রে জানা গেছে  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গৃহ বধু মোছা. নুর মহল আক্তার নিপা (২৪) তার ৬বছরের পুত্র নুর মোহাম্মদ কে নিয়ে পালিয়ে যান।

 গৃহবধূর স্বামী আবু হায়দার থানায় অভিযোগে  উল্লেখ্য করেন তার স্ত্রী নিপা বাবার বাড়ি রৌমারীতে যাওয়ার জন্য বায়না ধরে। গৃহবধূর স্বামী তার স্ত্রীকে বলেন ,তার  মা অসুস্থ তাই আপাতত যাওয়া যাবে না।

কিন্তু স্বামী হায়দার তার ব্যবসা প্রতিষ্ঠান বটতলায় আসার পর এবং তার মা পাশেই তার নানা বাড়ি গেলে।এই সুযোগে স্ত্রী নিপা তার সন্তান কে নিয়ে নগদ টাকা স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে স্বামীর বাড়ি  থেকে পালিয়ে যায়।

অনেক খোঁজা খুজির পর তার স্ত্রীকে না পেয়ে  চর রাজিবপুর থানার অভিযোগ দায়ের করেন।

গৃহবধূর স্বামী আবু হায়দার বলেন, আমার স্ত্রী তার বাবার বাড়ী  রৌমারীতে যাওয়ার জন্য বায়না ধরে কিন্তু তাকে বাবার বাড়ী যাওয়ার নিশেধ করে আমি দোকানে চলে  যাই কিন্তু পরে শুনতে পাই আমার স্ত্রী বাড়ি থেকে আমার সন্তান  নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে গেছে। অনেক খোঁজা খোঁজির পর তাকে না পেয়ে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।

 

এবিষয়ে চর রাজিবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এহ আই সহিজল হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth