৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

মিঠাপুকুর থানা পুলিশের পৃথক দু'টি অভিযানে জুয়া খেলার দায়ে ১০ জন আটক

আমাদের প্রতিদিন
7 months ago
132


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের পৃথক দু'টি অভিযানে জুয়া খেলারত অবস্থায় ১০ জন আটকসহ নগদ টাকা জুয়ার সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৩টায় রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানাধীন ০৬নং কাফ্রিখাল ইউনিয়নের মুরারীপুর সাকিনস্থ কোমরগঞ্জ বাজারের জনৈক চাঁন মিয়ার মিলের টিনসেড দক্ষিণ দুয়ারী অফিস ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত একই জেলা থানার যাদবপুর গ্রামের আশেক মওলার ছেলে মোঃ মাহাবুব ইসলাম (৪০), মুরারীপুর গ্রামের মৃত মোজাম মিয়ার ছেলে মোঃ মশিয়ার রহমান (৩৫), শাহানুর মিয়ার ছেলে মোঃ শামিম মিয়া (৩৪), মকরমপুর গ্রামের সাখোয়াত হোসেনের ছেলে মোঃ শাহিনুর ইসলাম (৩৫), খোদ্দ গোপালপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মোঃ লোকমান মিয়া (৩৬) দের ঘটনাস্থলেই তাদের আটক করেন। উক্ত জুয়া খেলার আসর হতে অজ্ঞাতনামা / জন অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা এক সেট = ৫২ টি রঙিন তাস, নগদ হাজার ৫৮০ টাকা বিধি মোতাবেক জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন।

একইসময়ে মিঠাপুকুর থানার অপর একটি অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানাধীন ১৭নং ইমাদপুর ইউনিয়নের রহমতপুর মৌজার দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামস্থ মোঃ আল আমিন (২৪) এর বসতবাড়ির পূর্ব দুয়ারী ঘরের ভিতর তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় অভিযুক্ত দক্ষিণ রহমতপুর ব্যাপারীপাড়া গ্রামের মৃত আঃ ছাত্তারের ছেলে মোঃ সামছুল হক (৫২) মৃত ছলিম উদ্দিনের ছেরে মোঃ খবির উদ্দিন (৫৫), মৃত জাহিদুল হকের ছেলে মোঃ শাহ আলম (৩৭),   মোঃ শামীম (২৮), আঃ রশিদের ছেলে মোঃ আল আমিন (২৪), সকলের থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরদেরকে ঘটনাস্থলেই আটক করেন এবং ঘটনাস্থলে অভিযুক্তদের ফেলে রাখা এক সেট = ৫২ টি রঙিন তাস, নগদ ৯২০ টাকা বিধি মোতাবেক জব্দ করে থানায় এসে লিখিত অভিযোগ করেন।

রংপুর জেলার পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি পৃথক ঘটনায় মিঠাপুকুর থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth