২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার কর্মী সম্মেলন

আমাদের প্রতিদিন
3 weeks ago
82


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে এই আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা   দীর্ঘ কয়েক বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উম্মুক্ত ভাবে এমন আয়োজন এর আগে কখনো হয়নি। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ,আনন্দ উৎসবমুখর পরিবেশ সম্মেলনকে সফল সাফল্য মন্ডিত করেছে।

কর্মী সম্মেলনে ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য টিম সদস্য রংপুর- দিনাজপুর অঞ্চলের অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, টিম সদস্য রংপুর- দিনাজপুর অঞ্চল জেলা আমীর নীলফামারীর মুহম্মদ আব্দুর রশীদ, জেলা নায়েবে আমীর ডক্টর খায়রুল আনাম, অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার,জেলা সেক্রেটারী অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম সহ প্রমুখ। 

সম্মেলনে উপজেলার দশটি ইউনিয়নের জামায়াতের সভাপতি- সেক্রেটারী সহ কয়েক হাজার জামায়াতের কর্মী, ইসলামী ছাত্রশিবির নেতৃবৃন্দ

এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

 এসময় সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী- (ডোমার-ডিমলা) আসনের সাম্ভাব্য প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মোঃ আব্দুস সাত্তার।

সম্মেলনে বক্তারা বলেন, ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গনঅভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়। এই আন্দোলন বাংলার বুকে কেউ নির্মূল করতে পারবে না।  ইতিহাসের সবচেয়ে বর্বর নির্মম জুলুম করেও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমানো সম্ভব হয়নি, আর কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ।  এই দেশে জামায়াতের মত নির্যাতিত দল আর কোন দল হয়নি। সংগঠনের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারপরও শুধু দ্বীনি দায়িত্ব পালনে পিছপা না হওয়ায় আজ জামায়াতে ইসলামি দলটি ঠিকই আছে বরং যত বেশি নির্যাতন করা হয়েছে জামায়াত শিবির তারা ততো বেশি শক্তিশালী হয়েছে। বক্তারা আরো বলেন ১৭ বছর আগে নীলফামারী জেলায় জামায়াতের কর্মী ছিল কয়েক' আর এখন হয়েছে কয়েকগুন এতেই প্রমাণিত হয়েছে জামায়াতকে কেউ ধ্বংস করতে পারবে না।  আমাদের হাতিয়ার হলো আল কুরআন আর রাসুল (সাঃ) এর দেখানো নীতিমালা।  জামায়াতের সম্ভাবনা যেভাবে বৃদ্ধি পেয়েছে জ্ঞানে চরিত্রে আরো উন্নত হতে হবে   ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বাস্তবায়ন ছাড়া বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। এটা এই দেশের মানুষ এখন বুঝতে পেরেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth