২৫ কার্তিক, ১৪৩২ - ০৯ নভেম্বর, ২০২৫ - 09 November, 2025

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 year ago
424


কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানচেলর (ভিসি) জাকির হোসেনের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। আজ  (২০ অক্টোবর) রবিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাকালব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সময় বক্তারা বলেন, ভিসি জাকির হোসেন আওয়ামী ফ্যাসিস্ট সরকার কর্তৃক নিয়োগকৃত, আওয়ামী লীগের একাধিক পদধারী এবং দুর্নীতিগ্রস্থ। তিনি ছাত্র জনতার অর্জিত ২য় স্বাধীনতার পরও পলাতক আওয়ামী দোসরদের সহযোগিতা নিয়ে প্রশাসন পরিচালনা করছেন। দ্বিতীয় স্বাধীনতার সুফল ধরে রাখতে ভিসি জাকির হোসেনের পদত্যাগ জরুরি। তাই আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাকে পদত্যাগ করার আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। বিষয়ে একটি স্মারকলিপি জেলাপ্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর প্রেরণ করার ঘোষণাও দেন তারা।

সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমগীর হোসেন, ফয়সাল আহমেদ সাগর, আব্দুল আজিজ নাহিদ, শিপন সরকার, আব্দুর রাজ্জাক রাজ, রাগিব পাটোয়ারী, খন্দকার আল ইমরান, মাহমুদুল হাসান লিমন প্রমুখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth