৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

ফুলবাড়ীতে পরিবেশের উপর সংলাপ ও লিফলেট বিতরণ

আমাদের প্রতিদিন
8 months ago
246


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও বাংলাদেশের বাস্তবায়নে এ্যাক্টিভিস্তা কুড়িগ্রামের আয়োজনে জলবায়ু নীতি বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে স্টেকহোল্ডারদের সঙ্গে এক সংলাপ অনুষ্টিত হয়েছে।

আজ (২১ অক্টোবর) সোমবার সকাল ১০টায় ফুলবাড়ী অফিসার্স ক্লাব হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা’র প্রকল্প ম্যানেজার রবিউল ইসলামের সঞ্চলনায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও রেহেনুমা তারান্নুম। কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সহকারী কমিশনার মোঃ রেজাউল করিম পরিবেশের বিরুপ প্রভাবের উপর গুরুত্ব পূর্ণ বক্তব্য রাখেন। এসময় আরও বক্তব্য রাখেন, এ্যাকশন এইড প্রতিনিধি মাশরেফা তারান্নুম, উদয়াঙ্কুর সেবা সংস্থা’র প্রতিনিধি আব্দুল কুদ্দুস সকরার, ফুলবাড়ী বনিক সমিতির আয়বায়ক সাংবাদিক জাহাঙ্গীর আলম, শিশু কানন অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, আব্দুর রশিদ, শিমু শেখ, শাহিন আলম প্রমূখ।

সংলাপ শেষে স্থানীয় ফুলবাড়ী বাজারে এ্যাক্টিভিস্তাদের নিয়ে কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ও সহকারী কমিশনার মোঃ রেজাউল করিম পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিকসমুহ’র উপর স্থানীয়দের মধ্যে লিফলেটসহ কাপরের বাজার ব্যাগ ও কাগজের প্যাকেট বিতরণ করেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth