নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সোনালিকা ডে উপলক্ষে বার্ষিক সার্ভিসিং, মতবিনিময় সভা এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এসিআই মোটরস লিমিটেড কোম্পানির আয়োজনে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে আজ (২১ অক্টোবর) সোমববার দিনব্যাপী এ অনুষ্ঠান হয়।
এতে ট্রাক্টর চালক ও মালিকদের চেকআপ করানোর জন্য বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে চেকআপ বুথ, পার্টস প্রদর্শনী, রেজিস্টে্রশন বুথ, ট্রাক্টর এক্সচেঞ্জ বুথ, নতুন ট্রাক্টর বিক্রয় অনুসন্ধান বুথসহ ছয়টি স্টল বসানো হয়। এছাড়াও দিনব্যাপী কোম্পানির মেকানিক ও ইঞ্জিনিয়ার দ্বারা শতাধিক ট্রাক্টর বিনামূল্যের সার্ভিসিং করা হয় এবং ট্রাক্টর বুকিং দেয়ার জন্য একটি স্মার্ট ফোন বিনামূল্যে প্রদান করা হয়। পরে দুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চালক ও মালিকদের অংশগ্রহণে বেলুন ফাটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, মোরগ লড়াই, র্যাফেল ড্রসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসিআই কোম্পানির সোনালিকা ট্রাক্টরের ব্যবসায়ী (ডিলার) আলহাজ্ব মশিউর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মার্কেটিং অফিসার তানভীর রহমানের সঞ্চালনায এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সেলস ম্যানেজার মোহাম্মদ মাহমুদুর রশিদ, বিশেষ অতিথি এরিয়া ম্যানেজার আলমগীর হোসেন প্রমুখ।