৫ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

গঙ্গাচড়ায় মরণফাঁদ ঝুঁকিপূর্ণ বিদ্যুতের কাঠের খুঁটি

আমাদের প্রতিদিন
8 months ago
211


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়া উপজেলার সর্বত্রই বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পুরাতন কাঠের খুঁটির কারণে। খুঁটিগুলো অতি পুরাতন হওয়ায় মাঝে মধ্যেই ভেঙ্গে পড়ে চরম আতঙ্কের জন্ম দিয়েছে। যে কোন মুহূর্তেই ঘটতে পারে জীবনহানীর মত দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, গতকাল (২০ অক্টোবর)  রোববার বিকেলে গঙ্গাচড়া সদর ইউনিয়নের মনাকষা ব্রিজ সংলগ্ন সড়কে হঠাৎ করেই ভেঙে পড়ে একটি বৈদ্যুতিক লাইনের কাঠের খুঁটি। এঘটনায় অল্পের জন্য রক্ষা পান অনেক পথচারী।

মনাকষা গ্রামের অতুল চন্দ্র জানান, খুঁটিটি অতি পুরাতন হওয়ায় ভেঙ্গে পড়েছে এ সময় খুঁটিভাঙ্গার শব্দে দুজন পথচারী দৌড়ে পালিয়ে জীবন রক্ষা করে।

একই গ্রামের তিতাস চন্দ্র জানান, বিদ্যুৎ লাইনের খুঁটিগুলো দ্রুত পরিবর্তন না করলে যে কোন সময় বড় ধরনের প্রাণহানীসহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে,এ উপজেলায় প্রথম বিদ্যুৎ সংযোগের সময় কাঠের খুঁটি স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। কাঠের খুঁটি গুলো পুরনো হলে পরবর্তীতে কিছু কিছু এলাকায় কাঠের খুঁটি তুলে সিমেন্টের খুঁটি স্থাপন করা হলেও এখনও অনেক এলাকায় কাঠের খুঁটিতেই  বিদ্যুৎ সংযোগ রয়েছে। ফলে হালকা বাতাস হলেই ওই পুরনো কাঠের খুঁটিতে বিদ্যুৎ থাকা অবস্থায় তারসহ ভেঙে পড়ে যাতায়াতের সড়কসহ বিভিন্ন স্থাপনায়। এতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত শিক্ষার্থীসহ পথচারীরা যাতায়াত করছেন। তারা দ্রুত এসব ঝুঁকিপূর্ণ কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে গঙ্গাচড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল জলিল জানান, এখনও হাজার হাজার কাঠের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। শুধুমাত্র যেসব কাঠের খুঁটি ঝুঁকিপূর্ণ আমরা সেইসব কাঠের খুঁটি  সরিয়ে সিমেন্টের খুঁটি  স্থাপন করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth