রংপুরে দৈনিক রুপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে রংপুর অফিসের আয়োজনে কেক কাটা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি ও দৈনিক দিনকাল রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেক। দৈনিক রুপালী বাংলদেশের রংপুর ব্যুরো প্রধান সাহানুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক, নিউজ ২৪ টিভির রংপুর বিভাগীয় প্রধান রেজাউল করিম মানিক, রংপুর সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার রংপুর জেলা প্রতিনিধি হুমায়ন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সহকারি অধ্যাপক ড. রিয়াদ তানসেন, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল । এছাড়াও অপডেট স্ট্যাডি ল্যান্ড ক্যাডেট কোচিং রংপুরের পরিচালক নিরঞ্জন সূত্রধর সুজন, আইয়ুব আলী রিপন ও নিরঞ্জন চন্দ্র বর্মন, দৈনিক ইত্তেফাক রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক রাশেদ রাব্বী সহ গণমাধ্যম কর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এরপরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।