পীরগঞ্জে শিক্ষা উপকরণ বিতরণ
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে প্রায় এক হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্য জিআইকে'র শিক্ষা উপকরণ ও কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উন্নয়ন সংস্থ্যা গুডনেইবারস বাংলাদেশ আয়োজনে অফিস হলরুমে গিফটস-ইন-কাইন্ড এর উপকরণ বিতরণ করা হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপির ম্যানেজার বিধান মন্ডলেরর সভাপতিত্ব বিতরণি সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ রায় নিমাই, সূর্য্যপুর সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, সংস্থার সিডিসি সভাপতি উম্মে কুলসুম, সংস্থার প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার সহ আরো অনেকে।