পীরগঞ্জে ৫ দফা দাবিতে টেক্সটাইল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত মুক্তি ফিলিং ষ্টেশনের সামনে এ অবরোধ করা হয়। জানা গেছে, উপজেলার টুকুরিয়া ইউনিয়নের কাঁচদহে অবস্থিত ড. এমএ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ। ওই কলেজের দু’শতাধিক শিক্ষার্থী পীরগঞ্জের রংপুর-ঢাকা মহাসড়কে মুক্তি ফিলিং স্টেশনের সামনে ৫ দফা দাবিতে গতকাল মহাসড়ক অবরোধ করে রাখে।
ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাহমুদ আল হাসান শিশির জানান, টেক্সটাইল খাতের উপর বাংলাদেশ অনেকাংশে নির্ভরশীল। কিন্তু সেখানে টেক্সটাইল নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপর বস্ত্র অধিদপ্তরের কোনো নজর নেই। অবরোধের সময় বক্তব্য রাখেন নাহিদ হাসান নুহাশ, নাফিউল ইসলাম, নাজিউর রহমান, মামুনুর রশিদ। অবরোধ শেষে শিক্ষার্থীরা পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।