২১ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

রৌমারী সীমান্তে বিজিবির হাতে বাংলাদেশি আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
74


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিনগত রাত সাড়ে ১২ টায় উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫ এর কাছে থেকে তাঁকে আটক করা হয়।

জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপির দায়িত্বরত কোম্পানি কমান্ডার সুবেদার মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ব্যক্তি হলেন, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের তমছের আলীর ছেলে মো. জহিরুল ইসলাম (৫০)।

সুবেদার মহিউদ্দিন জানান, ছাটকড়াইবাড়ী সীমান্ত এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ১০৫৫ এর কাছ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জহিরুল ইসলাম নামের এক বাংলাদেশিকে আটক করেন বিজিবির টহলরত সদস্যরা। আটক ব্যক্তিকে রৌমারী থানায় সোর্পদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, বিজিবি একজন ব্যক্তিকে থানায় সোপর্দ করেছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth