২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনায় এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আমাদের প্রতিদিন
2 weeks ago
115


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় তুচ্ছ ঘটনায় জেমি আক্তার মীম (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ প্রতিকার চেয়ে গঙ্গাচড়া  মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামের রকেট মিয়ার মেয়ে জেমি আক্তার মিমের সাথে গত এক বছর দুই মাস আগে পার্শ্ববর্তী তেলিপাড়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মিজানুর রহমানের (২২) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই মিম অন্তঃসত্ত্বা হয়। প্রায় একমাস আগে মিমের গর্ভের সন্তান জন্মের পরই মারা যায়।

এরপর থেকেই শারীরিকভাবে খুবই অসুস্থ ছিল মিম। ঘটনার দিন গত ২০ শে অক্টোবর সকালে মিম তার স্বামী মিজানুরকে প্রয়োজনীয়  ঔষধ নিয়ে আসতে বললে মিজানুর তা অপারগতা প্রকাশ করে মিমকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে ঔষধ ক্রয় করতে বলেন। এতে মিম অস্বীকৃতি জানালে মিজানুর ও তার মা মিনু বেগম দেশীয় অস্ত্র দিয়ে মিমকে বেধড়ক মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে স্থানীয়রা মিমকে উদ্ধার করে পল্লী চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা করিয়ে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে অভিযোগ তদন্তের দায়িত্ব পাওয়া গঙ্গাচড়া মডেল থানার এএসআই মজিদুল ইসলাম বলেন, অভিযোগটি আমার কাছে আছে, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth