২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

শেখ হাসিনা রাষ্ট্রকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল-নুরুল ইসলাম নয়ন

আমাদের প্রতিদিন
3 weeks ago
23


মোঃ হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী):

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে গত ২১ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় নীলফামারীর ডিমলায় পথসভা, জনসংযোগ ও ব্যবসায়িদের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

উপজেলার শুটিবাড়ী মোড় স্মৃতি অম্লান চত্বরে পথসভায় তিনি বলেন- শেখ হাসিনা রাষ্ট্রকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। শেখ হাসিনা যাকেই প্রতিবন্ধকতা মনে করেছিল হয় তাকেই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে না হয় পঙ্গু করে দিয়েছে না হয় কারাগারে আটকে রেখেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,রংপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস,রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নয়ন,নীলফামারী জেলা যুবদলের সভাপতি এ,এইচ,এম সাইফুল্লা রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন,ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন,সিনিয়র সহ সভাপতি লিটন ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা,  সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth