৩০ আষাঢ়, ১৪৩২ - ১৪ জুলাই, ২০২৫ - 14 July, 2025

পদ্ম বিক্রি করেই চলে বৃদ্ধ আব্দুর রহমানের সংসার

আমাদের প্রতিদিন
8 months ago
236


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

আব্দুর রহমান (৬৫) নামে এক অসহায় বৃদ্ধের সংসার চলে পদ্ম ফুল বিক্রির টাকায়। প্রতিদিন ভোর রাতে তিনি গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের ছালাপাকসহ বিভিন্ন এলাকার বিলে পদ্ম ফুল তুলতে বের হন। ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত তিনি ফুল সংগ্রহ করেন। সেই ফুল ভারে নিয়ে পায়ে হেঁটে  তিনি গজঘণ্টা থেকে প্রায় আনুমানিক ১৫ কিলোমিটার দূরে রংপুর শহরে গিয়ে  বিভিন্ন স্কুল-কলেজের সামনে ও রাস্তায় ঘুরে ফেরি করে বিক্রি করেন।

ওই ফুল বিক্রি করে তার আয় হয় ৪০০ থেকে ৫০০ টাকা। এ চিত্র প্রতিদিনের।

আব্দুর রহমানের বাড়ি রংপুর মহানগরীর বাহাদুর সিং মাস্টার  পাড়ায়।  তার পরিবারে স্ত্রীসহ ৭ জন সদস্য রয়েছে। ফুল বিক্রি করে যে আয় হয়, তাতেই কোনোরকমে দিনাতিপাত করছেন তিনি।

বুধবার  (২৩ অক্টোবর ) সকালে রংপুর শহরে পদ্মফুল বিক্রি করতে যাওয়ার সময়  রংপুর মহানগরীর কদমতলী এলাকায় দেখা হয় জীবন সংগ্রামী এই বৃদ্ধের সঙ্গে।

এ সময় আব্দুর রহমান জানান, প্রায় ১৫ বছর থেকে আমি পায়ে  পানি জমার সমস্যায় ভুগছি। এরপর থেকে তেমন কোন ভারী কাজ করতে পারিনা।

তখন থেকেই গঙ্গাচড়া  উপজেলার গজঘন্টা ইউনিয়নের ছালাপাক এলাকার বিলসহ আরো কয়েকটি বিলের পদ্ম ফুল তুলে বিক্রি করে সংসার চালাই।

এ সময় আব্দুর রহমান দানশীল ব্যক্তিদের নিকট তার পায়ে হাঁটা লাঘবে একটি ভ্যানের  জন্য আবেদন জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth