২৮ আষাঢ়, ১৪৩২ - ১২ জুলাই, ২০২৫ - 12 July, 2025

গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের পৃষ্ট হয়ে  এক নারী পথচারী নিহত

আমাদের প্রতিদিন
8 months ago
189


ফাইল ফটো

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দামেদরপুর পূর্ব পাড়ায়  জোবেদা নামক এক নারী পথচারী  মোটরসাইকেলে পৃষ্ট হয়ে মৃত্যু বরন করেন।

স্থানীয়রা জানান, আজ (২৩ অক্টোবর) বুধবার বেলা ২ টায় এই ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ উপজেলা তালুক কানুপুর ইউনিয়নে দামেদরপুর পূর্বপাড়া মোঃ আঃ সুবহান এর স্ত্রী।এক মোটর সাইকেলে ৪ জন ছেলে দ্রুত বেগে মোটরসাইকেল চালাইয়ে আসছিল, জোবেদা বেগম তার ছোট নাতিকে নিয়ে রাস্তার সাইট দিয়ে হাটছিলেন,এমন সময় দ্রুত গতিতে  মোটরসাইকেলটি , জোবেদা বেগমকে জোড়ে ধাক্কা দেয় দিলে আট দশ হাত দূরে ছিটকে ফেলে দেয়।  সিটকে পড়ার পরই মাথায় ফেটে দ্রুত গতিতে রক্ত বের হতে থাকে,

স্থানীয় লোকজন এসে হাসপাতালে নিয়ে যেতে রাস্তার মধ্যেই মৃত্যুবরণ করেন, দুর্ঘটনা স্থান থেকে মোটরসাইকেল চালিত চার যুবককে স্থানীয় লোকজন আটকে রাখেন।

পরে স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেন মেম্বার চেয়ারম্যান সহ এলাকাবাসীরা, মীমাংসা না হলে মোটর সাইকেলের চার যুবককে থানা পুলিশের হাতে শপথ করেন এলাকাবাসী

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth