৪ শ্রাবণ, ১৪৩২ - ২০ জুলাই, ২০২৫ - 20 July, 2025

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাংবাদিক সম্মেলন

আমাদের প্রতিদিন
8 months ago
224


রংপুর সিটি কপোর্রেশন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরশনের উদ্যোগে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন সফল করতে আজ (২৩ অক্টোবর) বুধবার দুপুরে রসিক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত অবহিত করেন রংপুরের বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আজমল হোসেন। এসময় উপস্থিত ছিলেন রসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর সাইফুল ইসলাম প্রমুখ।

সভায় জানানো হয়, ২৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এক মাসব্যাপী রসিকের ৩৩টি ওয়ার্ডে ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন পালন করা হবে। সভায় ভ্যাকসিন গ্রহণের পরে কোন সমস্যা হলে না ঘাবড়িয়ে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়। এছাড়াও সিভিল সার্জন, রসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার রায়, স্যানিটারী ইন্সপেক্টর সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা যাবে। নগরবাসীকে সচেতনার সাথে জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) ক্যাম্পেইন সফল করতে অংশগ্রহণের আহবান জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth