গোবিন্দগঞ্জের কামদিয়া নূরল হক ডিগ্রি কলেজের সভাপতি হলেন ডিউক চৌধুরী

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নে অবস্থিত কামদিয়া নূরল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালের ভাইস চ্যান্সেলর কর্তৃক উক্ত কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বলে কলেজের অধ্যক্ষ ফেরদৌস মোঃ নাহিদুল ইসলাম জানিয়েছেন। এছাড়াও উক্ত কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এ.টি.এম নূরুন্নবী চৌধুরী। ঐতিহ্যবাহী কামদিয়া নূরল হক ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ার পর ডিউক চৌধুরী কলেজে গিয়ে অধ্যক্ষসহ শিক্ষকমন্ডলী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন। এ দিকে, ডিউক চৌধুরী উক্ত কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গোবিন্দগঞ্জের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।