গোবিন্দগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করলেন বুলবুল ইসলাম
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন বুলবুল ইসলাম।গতকাল (২৩ অক্টোবর) দুপুরে তিনি গোবিন্দগঞ্জ থানায় এসে এ পদে যোগদান করেন। বুলবুল ইসলাম এর আগে গাইবান্ধা ডিবি পুলিশের ওসি হিসেবে কর্মরত ছিলেন। তার পৈত্রিক নিবাস নিলফামারী জেলার ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামে। এদিকে, গোবিন্দগঞ্জ থানার নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ বুলবুল ইসলামকে গোবিন্দগঞ্জের বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।