ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরাব এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট পৌরসভার সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ইউআরসি শাহিদুল ইসলাম, গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক—২০২৩ প্রাপ্ত জেলার শ্রেষ্ঠ সভাপতি ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, খোদাদাতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ সহ এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।