গঙ্গাচড়ায় এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় স্কুল পর্যায়ে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে কিশোরীদের এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. শামীম সিদ্দিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।
বৃহস্পতিবার থেকে এ উপজেলায় ১ মাসব্যাপী স্কুল পর্যায়ে পঞ্চম থেকে নবম শ্রেণী ও কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১২ হাজার ৭ শত ৩১ জন কিশোরীর মাঝে এ টিকা দেওয়া হবে। পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীগণ এবং শিক্ষার্থী ব্যতিত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা রেজিষ্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এই টিকা নিতে পারবেন।