২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

রংপুর নগরীর শিক্ষা প্রতিষ্ঠানে শিশু ও কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা প্রদান শুরু

আমাদের প্রতিদিন
2 weeks ago
83


নিজস্ব প্রতিবেদকঃ

রংপুর নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোরীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে শুরু হয়েছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা প্রদান কর্মসূচি। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে নগরীর শিশু নিকেতন বিদ্যালয়ে উক্ত টিকা দান কর্মসূচির উদ্ধোধন করেন রংপুর সিটি প্রশাসক বিভাগীয় কমিশনার মোঃ আজমল হোসেন।

এসময় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মোঃ হারুন অর রশিদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ রায়হান কবীর, রংপুর সিটি কর্পোরেশনের (ভারপ্রাপ্ত) প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রধান সম্পত্তি কর্মকর্তা মৌসুমী আফরিদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ আব্দুল ওয়াহিদ, শিশু নিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার রায়, রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, মেডিকেল অফিসার ডা. পলাশ কুমার রায় ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৪ অক্টোবর থেকে ৭ই নভেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ৫ম থেকে ৯ম শ্রেণীতে অধ্যায়নরত ছাত্রীদের শ্রেণীভিত্তিক ও স্কুল বহির্ভুত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হচ্ছে এবং ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সকল কমিউিনিটিতে এই টিকা দেয়া হবে। রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টিঁ ওয়ার্ডে ৫শ শিক্ষা প্রতিষ্ঠানে ৩১ হাজার ১৬৩জন (ছাত্রী) শিশু-কিশোরীদের এই টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। ভ্যাকসিন গ্রহণের পরে কোন সমস্যা হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ কামরুজ্জামান ইবনে তাজ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth