৬ আষাঢ়, ১৪৩২ - ২১ জুন, ২০২৫ - 21 June, 2025

কাউনিয়ায় সাংবাদিক মোস্তাক আহমেদ মারা গেছেন

আমাদের প্রতিদিন
7 months ago
213


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে অসুস্থ অবস্থায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাংবাদিক মোস্তাক আহমেদ ১৯৬৮ সালে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়–য়াহাট গ্রামের এক সম্ভ্রন্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৃত আলিসম উদ্দিন মাষ্টার, মাতা মৃত আমেনা। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিকতা করছেন। ২০১০ সাল থেকে মোস্তাক আহমেদ প্রেসক্লাব কাউনিয়ার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২৫ অক্টোবর শুক্রবার সকাল ৮ টায় কাউনিয়া মহিলা কলেজ মাঠে প্রথম জানাজা এবং সকাল ১০ টায় বড়ুয়াহাট মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের মরদেহ কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে সাংবাদিক মোস্তাক আহমেদ ২ স্ত্রী এক পুত্র ও এক কন্যা, আত্মীয়, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক,  কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার লোকজন গভীর শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth