১৭ বৈশাখ, ১৪৩২ - ৩০ এপ্রিল, ২০২৫ - 30 April, 2025

কুড়িগ্রামে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন

আমাদের প্রতিদিন
6 months ago
254


কুড়িগ্রাম প্রতিনিধি :  

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্ষ বিভাগে নিয়োগপ্রাপ্ত সাড়ে ৩ হাজার শিক্ষকের এমপিওভুক্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন এ মানববনন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সুমনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, সারাদেশে অনার্স-মাস্টার্স বিভাগের সাড়ে ৩ হাজার শিক্ষক বিধিমোতাবেক নিয়োগপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু এখন পর্যন্ত এমপিওভুক্তি না হওয়ায় এসব শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে। এ অবস্থায় অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ আদেশে এমপিওভুক্তির দাবি জানান তারা। এছাড়াও ঢাকা শিক্ষা ভবনের সামনে এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের শান্তিপুর্ণ কর্মসূচীতে পুলিশের আতর্কিত হামলার নিন্দা জানান তারা।

মানববন্ধনে জেলার বিভিন্ন অনার্স-মাস্টার্স কলেজের শিক্ষকরা অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth