কিশোরগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে সভাটি হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ও কমিটির সদস্য সচিব লোকমান আলম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ইয়াকুব আলী, উপজেলা মৎস্য অফিসার মোকাররম হোসেন, ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু, মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ (হাসান তনা) প্রমুখ। এছাড়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।