দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস উল্টে ১ জন নিহত, আহত ৭
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীর ভিমলপুর নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আরিফ ইসলাম (২৪) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছে কমপক্ষে ২০ জন।
নিহত আরিফ ইসলাম দিনাজপুর সদর উপজেলার মাঝাডাঙ্গা গ্রামের মোঃ জাকারিয়া ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, নওশিন এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে যাচ্ছিলো। বাসটি শুক্রবার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভিমলপুর নামক স্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও ২০ জন যাত্রী আহত হয়। খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার উপেন্দ্রনাথ জানান, দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের মধ্য থেকে গুরুতর আহত ৮ জনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করে। বাকী আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ওই বাসটিতে ২৬/২৬ জন যাত্রী ছিলো বলে জানান তিনি।
ফুলবাড়ী থানার ওসি একেএম মীর মহিব্বুল ঘটনাটি নিশ্চিত করে বলেন, বাসের চালক ও হেল্পার পলাতক। এবিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।