২১ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

রংপুর জেলা শাখার আলোচনা সভা

আমাদের প্রতিদিন
1 week ago
80


বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির দাখিলকৃত ৯ দফা দাবী বাস্তবায়নের লক্ষে  ও বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি রংপুর জেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৫টায় রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভায় মোঃ মাসুদ পারভেজের আহবানে ও মোঃ মজনু তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের গাড়িচালক আব্দুল আউয়াল, রংপুর বিভাগীয় কমিশনারের গাড়িচালক শামীম হাওলাদার,   রংপুর জেলা প্রশাসকের গাড়িচালক আজিজুর রহমান, রাশেদুজ্জামান,  রংপুর মৎস অধিদপ্তরের গাড়িচালক স্বশধ, রংপুর বেতার কেন্দ্রের গাড়িচালক বেলাল হোসেন সহ সকল সদস্যবৃন্দ। সভায় উপস্থাপন করা হয়  ০৯ দফা দাবীসমূহ ১। বৈষম্যমুক্ত ১ম গে-ডেস বাস্তবায়নের লক্ষো পে-কমিশন গঠন করতে হবে। পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির একজন প্রতিনিধি রাখতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বতীকালীন সময়ের জন্য ৪০% মহার্ঘভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারীদের প্রদান করতে হবে। বেতন স্কেলের বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন ডেল নির্ধারণ করতে হবে। ২০১৫ সালে পে-স্কেলের গেজেটে প্রত্যাহারকৃত হেডী ডেলসহ ০৩ টি টাইম স্কেল, সিলেকশান গ্রেড পূর্ণবহালসহ বেতন জ্যোষ্ঠতা পুণঃ বহাল করতে হবে। ২। বাংলাদেশ সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষণা করা। ৩। বাংলাদেশ সরকারি গাড়িচালক পদের নামের পরিবর্তন করে (এমটিও) মটর ট্রান্সপোর্ট অপারেটর নাম করন করা। ৪। বাংলাদেশ সরকারি গাড়িয়ালক পদটি এক পোস্ট বান্ডিল পূর্বক পদোন্নতির ব্যবস্থা করা। ৫। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজীকরণ করা। ৬। বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটসহ ভবন ঢাকায় স্থায়ী যায়গায় বরাদ্দ করা। ৭। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের অধিকাল ভাতার ঘন্টা নিরূপন পদ্ধতি মহামান্য হাইকোর্টের গাড়িচালকদের ন্যায় করা। ৮। বাংলাদেশ সরকারি গাড়িচালকদের ঝুঁকি ভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করা। ৯। আউট সোর্সিং, প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্য পদে অবিলম্বে নিয়োগ প্রদান করা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth