২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

বিরামপুরে হত্যা মামলায় তিন আসামী আটক

আমাদের প্রতিদিন
2 weeks ago
63


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর থানার কাটলা বাজারে আলোচিত রশিদুল হত্যা মামলা হওয়ার প্রথম দিনেই থানা পুলিশ ৩জনকে আটক করে আজ  শনিবার (২৬ অক্টো:) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

জানা গেছে, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত: সাহের উদ্দিন সরকারের ছেলে বিপ্লব আলম বিলু শুক্রবার (২৫ অক্টোবর) বিরামপুর থানায় ১১৩ জনের নামসহ ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। এতে বলা হয়, দক্ষিণ কাটলা ধানহাটি এলাকার মৃত: নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে (২৫) আসামীরা গত ২০২২ সালের জানুয়ারী কাটলা বাজারে মারপিট করে হত্যা করে। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় শৈলান গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭), চৌঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৪৮) দক্ষিণ রামচন্দ্রপুরের মৃত: অবিনাস চন্দ্রের ছেলে স্বপন চন্দ্রকে (৫৩) আটক করে।

            বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক তিন আসামীকে শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth