বিরামপুরে হত্যা মামলায় তিন আসামী আটক
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর থানার কাটলা বাজারে আলোচিত রশিদুল হত্যা মামলা হওয়ার প্রথম দিনেই থানা পুলিশ ৩জনকে আটক করে আজ শনিবার (২৬ অক্টো:) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
জানা গেছে, উপজেলার উত্তর দাউদপুর গ্রামের মৃত: সাহের উদ্দিন সরকারের ছেলে বিপ্লব আলম বিলু শুক্রবার (২৫ অক্টোবর) বিরামপুর থানায় ১১৩ জনের নামসহ ২৫০/৩০০ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা করেন। এতে বলা হয়, দক্ষিণ কাটলা ধানহাটি এলাকার মৃত: নুরুল হুদার ছেলে রশিদুল ইসলামকে (২৫) আসামীরা গত ২০২২ সালের ৫ জানুয়ারী কাটলা বাজারে মারপিট করে হত্যা করে। এ মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় শৈলান গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৭), চৌঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৪৮) ও দক্ষিণ রামচন্দ্রপুরের মৃত: অবিনাস চন্দ্রের ছেলে স্বপন চন্দ্রকে (৫৩) আটক করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, আটক তিন আসামীকে শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে।