১১ চৈত্র, ১৪৩১ - ২৫ মার্চ, ২০২৫ - 25 March, 2025

হিলিতে মাদকসহ ছাত্রলীগ নেতা আটক

আমাদের প্রতিদিন
4 months ago
150


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে মাদকসহ ছাত্রলীগ পৌর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়েদ সরকারকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর (কালীগঞ্জ) এলাকার বাবু সরকারের ছেলে জুবায়েদ সরকার (২৭) বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ সুজন মিঞা।

তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন সহিংসতার ঘটনায় পৌর শাখার ছাত্রলীগ নেতা জুবায়েদের নামে গত ১৯ আগস্ট হাকিমপুর থানায় মামলা হয়। যার মামলা নং-৭। গোপন সংবাদের ভিতিত্বে জানতে পারি যে, আসামী তার নিজস্ব বাড়িতে অবস্থান করছে। সেখানে হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস.এম জাহাঙ্গীর আলম এস.আই আরিফুর রহমানের এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। আসামীকে আটকের পর তার নিকট থেকে ১০০ পিচ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।  পরে তার নামে মাদকের মামলা দায়ের পূর্বক সকালে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়।

 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth