ঘূর্ণিঝড় দানার প্রভাবে গঙ্গাচড়ায় নুয়ে পড়েছে আমন ধান
নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝোড়ো বাতাসে আমনের পাকা ধানগাছ নুয়ে পড়েছে। ক্ষতির মুখে পড়েছে শীতকালীন আগাম শাকসবজিসহ বিভিন্ন ধরনের রবিশস্য। ঘরে তোলার সময় ধানগাছ নুয়ে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি বছর ১৯ হাজার ৩৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে অনেক ক্ষেতে পাকা ও আধা পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। ক্ষেত থেকে পানি সরে না যাওয়ায় কেটে রাখা ধান নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়াও শীতকালীন আগাম সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলার দক্ষিন কোলকোন্দ এলাকার মমিনুর ইসলাম কৃষক জানান, গত বছর ধানের ভালো দাম পাননি। এবার কেবল ধানে পাক আসছে এর মধ্যে ঝড়-বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়েছে।
গঙ্গাচড়া সদর ইউনিয়নের গন্নাড়পার এলাকার মোসলেম মিয়ার সাথে কথা হয় গঙ্গাচড়া বাজারে তিনি জানান, তার ২০ শতক জমির ধান নুয়ে পড়েছে। তাই তিনি অপরিপক্ক ধান গাছ কেটে গো-খাদ্য হিসেবে বিক্রি করছেন।
লক্ষীটারী ইউনিয়নের মহিপুর এলাকার গ্রামের কৃষক আমিনুর ইসলাম বলেন, আকাশ ভালো থাকায় জমিতে পাকা ধান কেটে রেখেছিলাম শুকানোর জন্য। কিন্তু গত তিনদিন বৃষ্টি হওয়ায় এখন দুশ্চিন্তায় পড়েছি।
গঙ্গাচড়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় দানার প্রভাবে যেসব ক্ষেতের ধানগাছ নুয়ে পড়েছে, সেসব ধান দ্রæত কাটার জন্য কৃষকদের পরামর্শ দিচ্ছি।