সারজিসের আগমনের প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিসের আগমনের প্রতিবাদে বিক্ষোভ করছে জাতীয় পার্টি। আজ ২৬ অক্টোবর শনিবার দুপুর ১২টায় নগরীর সেন্ট্রাল রোডেট দলীয় কার্যালয় থেকে দলটির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নেতৃত্বে বিক্ষোভটি বের হয়।
মিছিলটি নগরীর পায়রা চত্বর প্রেসক্লাব জীবন বিমার মোড়, গ্রান্ড হোটেল মোড় শাপলা চত্বর থেকে ফিরে সুপারমার্কেট মোড় সিটি করপোরেশনের সামন জেলা পরিষদ হয়ে পায়রা চত্বরের এসে সমাবেশ করছে। সমাবেশে তারা সারজিস ও হাসনাতকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে সারজিস আইজিপির সাথে রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাইদের বাড়িতে কবর জিয়ারত ও স্বজনদের সাথে বৈঠক করেছেন। পরে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী এবং অডিটোরিয়ামে শহীদ ও আহত পরিবারের সদস্য, সাংবাদিকদের সাথে বৈঠকেও আইজিপির সাথে ছিলেন। অপর সমন্বয়ক হাসনাত আসার কথা থাকলেও তিনি আসেননি।
উল্লেখ্য, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর দাবি করে সংলাপে না ডাকার জন্য আলটিমেটাম দেয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। তাদের এই বক্তব্যের প্রতিবাদে তাদেরকে গত সপ্তাহে রংপুরে অবাঞ্চিত ঘোষনা করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তার এই ঘোষণার পর শনিবার রংপুর আসলেন সমন্বয়ক সারজিস আলম।