কাউনিয়া থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১
নিজস্ব প্রতিবেদকঃ
রংপুর জেলার কাউনিয়া থানা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ জনকে আটক করা হয়েছে। রংপুর জেলা পুলিশের পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে ১১ টায় রংপুর জেলার কাউনিয়া থানার এসআই (নিঃ) মনিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাউনিয়া উপজেলার হলদীবাড়ি মৌজাস্থ হলদীবাড়ি রেলগেট সংলগ্ন মোঃ রবিউল ইসলাম’র চায়ের দোকানের সামনে রংপুর টু কুড়িগ্রাম মহাসড়কের উপর চেকপোস্ট করাকালীন লালমনিরহাটের দিক থেকে আসা একটি নেভী ব্লু রংয়ের পিক-আপ যার রেজিঃ নং- ঢাকা মেট্রো- ন-২০-৮৭৮২ কে থামিয়ে চালক অভিযুক্ত সিরাজগঞ্জ জেলার, রায়গঞ্জ থানার, বৈকুন্ঠপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ খবির উদ্দিনকে (৩৪) আটক পূর্বক তার দেখানো মতো উক্ত পিক-আপের উপর লোহার ফ্রেম ও বাঁশের তৈরি ডালাযুক্ত ঘোড়ার গাড়িতে সংযুক্ত দুই চাকার ভিতর বালুসহ সাদা পলিথিনে মোড়ানো ৬ বোতল এবং ঘোড়ার গাড়ির ডালার সাথে সংযুক্ত অতিরিক্ত একটি টিউব ব্যতীত টায়ারের চাকার ভিতর হতে সাদা পলিথিনে পৃথক পৃথকভাবে মোড়ানো ৪৪বোতলসহ মোট ৫০বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিধি মোতাবেক পিক-আপ ও ঘোড়ার গাড়িসহ ফেন্সিডিলগুলো জব্দ করেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, উক্ত পিক-আপটি আটকের জন্য সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত চালকের সহযোগী মোঃ সোহাগ মিয়া (৩৩), নামে একজন দ্রত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। এরপর এসআই মনিবুর সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় জব্দকৃত আলামতসহ ধৃত অভিযুক্তকে নিয়ে থানায় এসে লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।