৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

পীরগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগে তদন্ত সম্পন্ন

আমাদের প্রতিদিন
7 months ago
190


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগে তদন্ত সম্পন্ন হয়েছে। আজ (২৭ অক্টোবর)  রোববার সকালে তিনজন উপজেলা সহকারি শিক্ষা অফিসার বিদ্যালয়ের গিয়ে তদন্ত করেন। এসময় অভিযোগকারী, অভিযুক্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, গন্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের নামে স্কুলের ৮টি দোকানঘর ভাড়া দিয়ে মোটা অংকের অর্থ আত্মসাত ও নানা অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় লাবলু মিয়া এক ব্যক্তি উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে আজ (২৭ অক্টোবর) রোববার সকালে উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল সালাম, মোজাহিদুজ্জামান ও সম্ভু চরন দাস ঘটনাস্থলে তদন্ত করেন যান। এসময় অভিযোগকারী, অভিযুক্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণ, গন্যমান্য ব্যক্তিদের নিকট অভিযোগের বিস্তারিত শোনেন, কাগজপত্র দেখে সংগ্রহ করেন এবং অভিযোগকারীদের লিখিত কপি সংগ্রহ করেন। পরে তদন্ত কর্মকর্তাগণ ভাড়াটিয়া দোকান মালিকগনের নিকট বিস্তারিত জানেন।

অভিযোগকারী লাবলু মিয়া, নুরুল আমিন বলেন, প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বিদ্যালয়টির লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন। তিনি দীর্ঘদিন থেকে একই বিদ্যালয়ে অবস্থান করায় নিয়মনীতির কোন তোয়াক্কা করছেন না। তিনি দোকানঘর ভাড়া দিয়ে সরকারি কোষাগারে জমা না করে আত্মসাত করছেন।

জানতে চাইলে প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম বলেন, ২০১২ সালে একই অভিযোগ করা হয়েছিল। তখন জেলা-উপজেলা কর্মকর্তাগণ তদন্ত করে কোন সত্যতা পাননি। উপজেলা শিক্ষা কমিটিও আমাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। একটি স্বার্থনের্ষী মহল একই অভিযোগ আবারও করে আমাকে হয়রানীর চেষ্টা করছেন।

তদন্ত কর্মকর্তা উপজেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুল সালাম, মোজাহিদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসে সব কিছু দেখে, কাগজপত্র যাচাই করে সবার বক্তব্য শৃুনলাম। আরো কিছু কাগজপত্র সংগ্রহ করে তদন্ত রিপোর্ট প্রদান করবো।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth