২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
56


বায়েজীদ পলাশবাড়ী (গাইবান্ধা) :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি ও যুবদলের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহাম্মেদ। এতে প্রধান অতিথি ছিলেন,বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।

উক্ত মেডিকেল ক্যাম্পে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব গাইবান্ধা জেলা শাখার সহ-সভাপতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা: সাহারুল আলম মন্ডল এর নেতৃত্বে নয়জন চিকিৎসক এই চিকিৎসা সেবা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু,উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সদস্য সচিব আবু জাফর লেলিন। উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল আলম জুয়েলের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন,পৌর যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন লিপন, বিশেষ আলোচক উপজেলা যু্বদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন,পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপের সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপজেলা বিএনপির (চলতি দায়িত্ব) সাজাদুর রহমান সাজু,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম: আহবায়ক হাবীবুর রহমান হাবীব, সেচ্ছাসেবকদলের আহবায়ক শাহ আলম শেখ,সদস্য সচিব রানু মন্ডল বাবু,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ তালুকদার রোমান, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম:আহবায়ক আব্দুল মতিন,সদস্য সচিব দেবাশীষ চাকী কাজল,উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল আমিন রনি,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর ছাত্রদলের আহবায়ক খাইরুল ইসলাম,সদস্য সচিব আরিফ মাহমুদ সহ উপজেলা বিএনপি,স্বেচ্ছাসেবক দল, যু্বদল,ছাত্রদল,শ্রমিকদল,ওলামাদল জাসাসসহ অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা,পৌর,ইউনিয়ন পর্যায়ের সভাপতি/সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth