২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

মিঠাপুকুরে গাঁজা ক্রয়ের টাকা না দেওয়ায় ছুরিকাঘাতে ক্রেতা নিহত ঘাতক গ্রেপ্তার

আমাদের প্রতিদিন
2 weeks ago
68


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে গাঁজা কেনাবেচার টাকা নিয়ে গাঁজা ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে (২৬ অক্টোবর) এ ঘটনা ঘটে।  এ ঘটনায় ঘাতক ওই গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে গতকাল (২৭ অক্টোবর) জেল হাজতে পাঠানো হয়েছে।

নিহত ওই যুবকের নাম হারুন অর রশীদ (৩৬)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকান্ডে জড়িত গ্রেপ্তার গোলাম মোস্তফা একই গ্রামের নেছার হাজীর ছেলে। তারা প্রতিবেশি ও বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলাম মোস্তফা একজন পেশাদার গাঁজা ব্যবসায়ী। তাঁর প্রতিবেশি হারুন অর রশীদ (ছুরিকাঘাতে নিহত যুবক) গাঁজা কারবারি ও সেবনকারী।  তারা দুইজনেই অংশীদারিত্বে ব্যবসা করেন। গাঁজা কেনাবেচার টাকা লেনদেন নিয়ে তাদের মাঝে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয়। এর জেরে শনিবার রাতে গোলাম মোস্তফা হারুন অর রশীদকে কৌশলে স্থানীয় শিববাজার সংলগ্ন কলাবাগানে ডেকে নেন। তাঁরা সেখানে গাঁজা সেবন করতে থাকেন। এ সময় গাঁজার টাকা নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে গোলাম মোস্তফা হারুন অর রশীদকে গাঁজা কাটার চাকু বুকে মেরে দেন। এতে, হারুন গুরুতর অসুস্থ হয়ে মাটিতে গড়াগড়ি করতে থাকেন। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ওই রাতেই মির্জাপুর ইউনিয়নের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত গোলাম মোস্তাকে গ্রেপ্তার জেল হাজতে পাঠিয়েছে।

বৈরাতী পুলিশ তদন্ত কেন্দে্রর ইনচার্জ রফিকুজ্জামান বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী রুজিনা বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।  লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth