২৬ কার্তিক, ১৪৩১ - ১০ নভেম্বর, ২০২৪ - 10 November, 2024

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম---বেরোবি উপাচার্য

আমাদের প্রতিদিন
2 weeks ago
75


নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। নানা প্রতিবন্ধকতা সত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরে সাংবাদিকগণ জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন, তা দেশের মানুষের জন্য অনুকরণীয়।

আজ রবিবার (২৭শে অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষ্যে ‘জুলাই বিপ্লবে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোঃ শওকাত আলী এসব কথা বলেন।

উপাচার্য শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধ্যয়নের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম হিসাবে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ে সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। তিনি সংবাদকর্মীগণের নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের বৈষম্য এবং অনিয়ম-দুর্নীতি জাতির সামনে তুলে ধরার  আহ্বান জানান।

বেরোবির সাংবাদিক সমিতির সভাপতি শিপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াছ প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক দশক পূর্তি উপলক্ষ্যে ক্যাফেটেরিয়ার সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth