২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

আইনজীবি জোবায়দুল ইসলাম বুলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ নয়: রংপুর মহানগর বিএনপি

আমাদের প্রতিদিন
2 weeks ago
106


খবর বিজ্ঞপ্তির:

রংপুরের জনৈক আইনজীবি জোবায়দুল ইসলাম বুলেট বিএনপি ও অঙ্গ সংগঠনের কেউ নয় বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপি। আজ (২৮ অক্টোবর) সোমবার মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু  ও সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন স্বাক্ষরিত এক গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জোবায়দুল ইসলাম বুলেট নামের আইনজীবি নিজেকে বিএনপির নেতা বলে বিভিন্ন মহলে দাবি করেন এবং দেশের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেন। সর্বসাধারণের জ্ঞাতার্থে জানাতে চাই জোবায়দুল ইসলাম বুলেটের বিএনপি রংপুর মহানগর ও জেলা কমিটিতে কোন সদস্য পদ নাই এমনকি অঙ্গ ও সহযোগী সংগঠনেও তার কোন সদস্য পদ নাই। তিনি বিএনপির কেউ নয়। জোবায়দুল ইসলাম বুলেট বিএনপির নাম ভাঙ্গিয়ে যে সকল অপকর্ম করেছেন এর দ্বায়ভার বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন বহন করবে না। এ ব্যাপারে সর্বস্থরের জনগণ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর শনিবার ২০২৪ পুলিশের মহাপরিদর্শক রংপুরে আগমন করেছিলেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে রংপুর পুলিশ লাইন্স অডিটরিয়ামে উপস্থিত ছিলেন। উক্ত সুধী সমাবেশ শেষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদান প্রদান করার সময় জনৈক আইনজীবি জোবায়দুল ইসলাম বুলেট অনুষ্ঠান স্থলে এসে তাকে বক্তব্য প্রদানের আহ্বান না করায় হট্টগোল শুরু করেন এবং উচ্চ স্বরে নানান ধরনের অশোভন ও অমূলক কথা বার্তা বলতে থাকেন। জোবায়দুল ইসলাম বুলেটের এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্র মূলক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রংপুর মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth