২৮ আষাঢ়, ১৪৩২ - ১২ জুলাই, ২০২৫ - 12 July, 2025

কাল বৃক্ষ মেলার সমাপনি

আমাদের প্রতিদিন
8 months ago
274


নিজস্ব প্রতিবেদকঃ

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে গত ১৫ অক্টোবর শুরু হওয়া বৃক্ষ মেলার সমাপনি কাল (২৯ অক্টোবর) মঙ্গলবার। সমাপনি উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ রংপুরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে থাকছে রংপুর জিলা স্কুল মাঠে বিকেল ৪ টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ, পরে পর্যায়ক্রমে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ শেষে সমাপনি ঘোষনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় বন কর্মকর্তা, উপ বন সংরক্ষক মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। উক্ত সমাপনি অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth