বিরলে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এর আয়োজনে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে ২৮ অক্টোবর ২০০৬ আওয়ামী ফ্যাসিস্টদের লগি—বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর ২০২৪ সোমবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এর সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর নায়েবে আমীর ও বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর—২ (বিরল—বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অবঃ) মাওলানা এ কে এম আফজালুল আনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা (উত্তর) এর কর্মপরিষদ সদস্য এ্যাড. আবুল আলা মাহবুবুর রহমান ভেুট্টা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এর সেক্রেটারি মোঃ আজমীর হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখা এর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এর অর্থ সম্পাদক মোঃ তাজমুল ইসলাম প্রমূখ। এছাড়াও সাবেক আমীর মাওলানা মোঃ মতিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুর রহমান সাইদুরসহ উপজেলার সকল ইউনিয়ন ও অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৮ অক্টোবর ২০০৬ এই দিনের স্মৃতি উল্লেখ করে বক্তারা আবেগঘন বক্তব্য তুলে ধরেন এবং শেষে ২৮ অক্টোবর ২০০৬সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং অগ্রগতি কামনা করে মুনাজাত করেন।