সম্মিলিত নিয়োগ বিধি প্রণয়নের দাবীতে দিনাজপুরে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি:
বস্ত্র অধিদপ্তরের অধীন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত নিয়োগ বিধি প্রনয়নের দাবীতে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাসের ভিতরে প্রশাসনিক অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, বস্ত্র অধিদপ্তরের অধীনে টেক্সটাইল কলেজ ও টেক্সটাইল ইনস্টিটিউট রয়েছে। কলেজের পর্যাযের ছাত্র—শিক্ষকরা স্বতন্ত্র নিয়োগ বিধি ও প্রমোশন চেয়ে মন্ত্রনালয়ের কাছে প্রস্তাব দিয়েছে। অপরদিকে ইনস্টিটিউট পর্যাযের ছাত্র—শিক্ষকরা স্বতন্ত্র নিয়োগ বিধি ও প্রমোশন নয়। তারা চায় সার্বজনিন নিয়োগ বিধি।
সার্বজনিন নিয়োগ বিধির দাবীতে সারাদেশে ইনস্টিটিউট পর্যাযের ছাত্ররা আন্দোলনে নেমেছে। তারা বলছে সতন্ত্র নিয়োগ বিধি ও প্রমোশন সরাসরি নিয়োগ বিধি ২০১৪ এর পরিপন্থি। সংস্কার হতে পারে। তবে তা স্বতন্ত্র নয় হতে হবে সার্বজনিন নিয়োগ বিধি। এতে করে টেক্সটাইল কলেজ ও ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীরা চাকুরিতে আবেদন করতে পারবেন। শিক্ষ কর্মকর্তা কর্মচারিদের প্রমোশনে কোন বাঁধা হবেনা। যা হবে বৈষম্যহীন। কিন্তু একটি পক্ষ বস্ত্র অধিদপ্তরের উপদেষ্টা ও সবিচকে ভুল বুঝানোর চেষ্টা করে করছেন। তারা সতন্ত্র নিয়োগ বিধা চাইছেন। যা কোন ভাবেই হতে দেয়া যাবেনা বলে শিক্ষার্থীরা মানবন্ধনে উল্লেখ করেন। তারা বলেন যারা বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিধি নিয়ে ষড়যন্ত্র করছেন তাদের রুখে দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের ২৯ ব্যাচের ৬ষ্ঠ সেমিষ্টারের আব্দুল্লাহ, মাসুদুর রহমান ও আরিফ ফুয়াদ মোত্তাকী প্রমুখ।