২৯ কার্তিক, ১৪৩১ - ১৩ নভেম্বর, ২০২৪ - 13 November, 2024

রংপুর জেলা ডিবি'র অভিযানে ৩৫ বোতল  ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
220


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুর জেলা ডিবি'র অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ ইউসুব (২২) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। আটক ইউসুব লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার গোড়ল চাকমা গ্রামের পনির শেখ পাতু'র ছেলে।

রংপুর জেলা ডিবি সূত্রে জানা যায়, গতকাল (২৮ অক্টোবর) সোমবার রাত আটটার দিকে আটক ইউসুব লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিল নিয়ে অটোতে রংপুর শহরের দিকে যাচ্ছিলো।

এ সময় গোপন সংবাদে রংপুর জেলা ডিবি'র ইন্সপেক্টর আবু সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই সাহানুর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী  ইউনিয়নের  পূর্ব ইচলী এলাকায়

পাকা রাস্তা থেকে ইউসুবকে আটক করে। আটক কালে ইউসুবের কাছে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভিতরে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানায় দায়িত্বে থাকা ডিউটি অফিসার এস আই  নাহার বানু বলেন আটক ইউসুবকে মাদক আইনের মামলায় প্রাথমিক  জিজ্ঞাসাবাদ শেষে কোটহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth