কাউনিয়ায় দিনেদুপুরে যাত্রীবেশে অটোরিকশা চুরি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় দিনেদুপুরে যাত্রী সেজে অটোবাইক নিয়ে গেছে চোরচক্র দলের সদস্য। আজ ২৯ অক্টোবর মঙ্গলবার কাউনিয়া থানার পাশে রেলগেট সড়কে গাড়ী চুরির ঘটনা ঘটে।
লালমনিরহাটের তিস্তা চরগোকুন্ডা গ্রামের অটোবাইক চালক ওমর আলী জানান, মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিস্তা বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাত একযাত্রী কাউনিয়া থানার সামনের আসার জন্য তার গাড়ীটি ভাড়া নেয়। থানার সামনের আসার পর অজ্ঞাত যাত্রী না নেমে তাকে রেলগেট রাস্তায় যেতে বলে। রেলগেটের কাছাকাছি গেলে অজ্ঞাত যাত্রী অটোবাইকটি থামাতে বলে তাকে দুরে এক ব্যক্তিকে দেখিয়ে দিয়ে ডেকে আনতে বলে। চালক (তিনি) গাড়ি থেকে নেমে লোকটিকে ডাকার জন্য যায়। কয়েক মিনিটপর চালক (তিনি) ফিরে দেখেন রাস্তায় যাত্রী ও অটোবাইকটি নাই। চোর চক্র দলের সদস্য অজ্ঞাত ব্যক্তি যাত্রী সেজে তার অটোবাইকটি নিয়ে পালিয়ে গেছে।
গাড়ীর মালিক ওমর আলী বলেন, কিছুদিন আগে বিভিন্নজিনিসপত্র বিক্রি করে তিনি অটোবাইকটি কিনেছেন। পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল গাড়ীটি। চোর চক্রের খপ্পরে পরে উপার্জনের গাড়ী হারিয়ে কাউনিয়া থানা চত্তরে কান্নায় ভেঙ্গে পরেন ওমর আলী।
এদিকে দিনেদুপুরে কাউনিয়া থানার পাশে রাস্তায় যাত্রী বেশে অটোবাইক চুরির ঘটনায় স্থানীয় অনেকেই আতঙ্ক প্রকাশ করেছেন। এলাকায় চুরি রোধে আইনশৃৃঙ্খলা বাহীনির নজরদারী বাড়ানো দরকার।
কাউনিয়া থানা ভারপ্রাপ্ত ইনচার্জ (ওসি) এস.এম শরিফ বলেন, রেলগেট রাস্তায় যাত্রী বেশে একটি অটোবাইক চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা তিনি জানতে পেরেছেন। চুরির ঘটনায় গাড়ীর মালিক থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।