বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে গত ১৫ অক্টোবর শুরু হওয়া বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে। সমাপনি উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ
রংপুরের আয়োজনে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বিভিন্ন কর্মসূচির মধদিয়ে সমাপনি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছিলো বিকেল ৪ টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ, পরে পর্যায়ক্রমে পবিত্র কোরআন তেলোয়াত, গীতা পাঠ, আলোচনা সভা, পুরস্কার ও সনদ বিতরণ শেষে সমাপনি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় বন কর্মকর্তা, উপ বন সংরক্ষক মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানের আলোচনা শেষে বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী নার্সারী হতে তিনজন সেরা নার্সারী মালিকের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ ছাড়াও সকল নার্সারী মালিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।