২৬ কার্তিক, ১৪৩১ - ১১ নভেম্বর, ২০২৪ - 11 November, 2024

রংপুরে ধানক্ষেত থেকে দুই দিনে ২ মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
1 week ago
73


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে দুই দিনে আলাদা স্থানের ধানক্ষেত থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার গঙ্গাচড়া উপজেলা থেকে একটি এবং বদরগঞ্জ উপজেলা থেকে অন্য মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাসান কবির জানান, মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর বারোভিটা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তার আনুমানিক বয়স ৪২ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গঙ্গাচড়া উপজেলা থেকে আবু সিয়াম (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার এক বন্ধুকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার বিনোদনকেন্দ্র ভিন্ন জগতের পাশে খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর নয়াপাড়া এলাকার ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সিয়াম একই এলাকার আলতাব হোসেনের ছেলে। তিনি ভিন্নজগতে ফ্রিল্যান্সিং আলোকচিত্রী হিসেবে কাজ করতেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, সিয়ামের গলায় ছুরির কয়েকটি ক্ষত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। তার ঘনিষ্ঠ এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth