বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির আয়োজনে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন
নিজস্ব প্রতিবেদক:
অবৈধভাবে ৬ সেপ্টেম্বর ২০২০ সালে সিনিয়র সচিব আকরাম আল হাসান ক্ষমতার অপব্যবহার করে জারীকৃত বিজ্ঞপ্তি বাতিল করে ২৭ মে ২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে রংপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২ টায় নগরীর কাচারি বাজারে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে ৩০ হাজার ৩৫২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিসংখ্যান ভুলের কারণে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দেন। ফলে পার্বত্য জেলাসহ সারাদেশে ৪ হাজার ১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বাদ পড়ে। একই কারণে দেশের ৮ লক্ষ্যাধিক কোমলমতি শিশু সরকারের সকল সুযোগ সুবিধা হতে বঞ্চিত হয়।
এই বিদ্যালয় গুলো জাতীয়করণ দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে ২০১৮ সনে ১৮দিন আন্দোলনের পর ২০ফেব্রুয়ারি ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য চিঠি প্রদান করা হয়। কিন্তু সাবেক মন্ত্রী ও আমলাদের দলীয়করণ ও গাফিলতির কারণে আজ জাতীয়করণের মুখ দেখিনি। পরবর্তীতে ২০১৯-২০-২১-২২-২৩-২৪ সালে বিভিন্ন কর্মসূচি পালন করেও কোন প্রতিকার নেই তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আবেদন আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিশুদের দিকে তাকিয়ে দাবি অবৈধভাবে ৬ সেপ্টেম্বর ২০২০ সালে সিনিয়র সচিব আকরাম আল হাসান ক্ষমতার অপব্যবহার করে জারীকৃত বিজ্ঞপ্তি বাতিল করে ২৭ মে ২০১২ সালের পূর্বে প্রতিষ্ঠিত সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় করণ করা হোক।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন, যুগ্ন মহাসচিব মামুন চাকী, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক ধরনী মোহন রায়, ঠাকুরগাঁ জেলার সভাপতি বুলবুল, শিক্ষক আতিক, মিজানুর রহমান প্রমূখ। মানববন্ধনে রংপুর বিভাগের শিক্ষক সমাজ উপস্থিত ছিলেন।