ধর্ষণ মামলায় স্বামীকে নির্দোষ দাবি করে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় এক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ মামলার আসামী হয়ে জেল হাজতে রয়েছেন এক দরিদ্র ভ্যান চালক। ঘটনাটি বড়বিল ইউনিয়নের দক্ষিণ পানাপুকুর চৌধুরীর হাট খলিফা পাড়া এলাকার। এ ঘটনায় আসামী ভ্যান চালক ছয়ফুল ইসলামের স্ত্রী শাহনাজ পারভীন বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে শাহনাজ পারভীন জানান, একই এলাকার বাদশা মিয়া ও সালেহা খাতুনের বহুমাত্রিক প্রতিবন্ধী মেয়েকে গত ২৫ অক্টোবর দিনদুপুরে বাড়িতে এনে ধর্ষণের ঘটনা দেখিয়ে আমার ভ্যান চালক স্বামী ছয়ফুল ইসলামকে আসামী করে প্রতিবন্ধীর মেয়ের মা সালেহা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। অথচ ঘটনার দিন আমরা বাড়িতে ছিলাম। ওই মামলায় তার স্বামী ছয়ফুল ইসলামকে পুলিশ আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। শাহনাজ পারভীন বলেন, তার স্বামীকে ঘায়েল করার জন্য ষড়যন্ত্র করে ধর্ষণ মামলার আসামী করা হয়েছে। মুলত বাদশা মিয়া ও সালেহা খাতুনের সাথে পারিবারিক সম্পর্ক রয়েছে এবং একই এলাকায় পাশাপাশি বাড়ি। পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ চলে আসছে তাদের। এরই জের ধরে বাদশা ও সালেহা খাতুন তাদের প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করার ঘটনা দেখিয়ে মামলা করে। এমন একটা ঘটনা দেখিয়েছে যেটাকে সবাই ঘৃণা করে। এছাড়া প্রতিবন্ধী মেয়ে সম্পর্কে আমার স্বামীর ভাগনি হয়। ভ্যান চালিয়ে কোন রকম সংসার চলে আমাদের। এ রকম ন্যাক্কারজনক কাজ আমার স্বামী করতে পারেনা। আমারও ছেলে মেয়ে রয়েছে। সে প্রতিহিংসার স্বীকার। মামলার স্বাক্ষী তাদের আপনজন করেছে মিথ্যা ঘটনা সত্য করার জন্য। শাহনাজ পারভীন সত্য ঘটনা উদঘাটনে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শাহনাজ পারভীন পক্ষে তার মেয়ে স্বপনা আক্তার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ছয়ফুল ইসলামের বাবা জছির আলী, ভাই শফিকুল ইসলাম, শশুর আলা উদ্দিন, নানা শশুর এনামুল হকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।