২১ কার্তিক, ১৪৩১ - ০৫ নভেম্বর, ২০২৪ - 05 November, 2024

পীরগাছায় গোলাম রহমান কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
5 days ago
52


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা উপজেলার গোলাম রহমান কলেজের  শিক্ষার্থীদের নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ (৩১ আক্টোবর) বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের প্রভাষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় ও অধ্যক্ষ শ্যামলী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন  ,কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক মাহবুবার রহমান, পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিন হাসান রনু,

তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল প্রমূখ।

 নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে না পারলে বর্তমান সময়ের সাথে যোগ্য সম্মান নিয়ে বেঁচে থাকা দায়। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

বর্তমান বিশ্ব এখন কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। আমাদের সেদিকে গুরুত্ব দিতে হবে । পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি উভয়পক্ষের তরফ থেকে কমিয়ে নিয়ে আনতে হবে। শিক্ষার্থীদের অভিভাবকদের এক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের বরণ ও আলোচনা পর্ব শেষে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা প্রদর্শন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth