আগের নামেই ফিরলো ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’

নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারী:খুশী কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা
দিনাজপুর প্রতিনিধি:
আবার আগের নামেই ফিরে এসেছে দিনাজপুর মেডিক্যাল কলেজ। গত ৩০ অক্টোবর সরকারী এক প্রজ্ঞাপনে ‘এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ’ নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’ নামকরণ করা হয়। একই সাথে দিনাজপুরসহ দেশের ৬টি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের নাম জেলার নামে নামকরণ করা হয়।
গত বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব ডা. মোঃ সারোয়ার বারী’র সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানাযায়। প্রজ্ঞাপনে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুর—এর নাম পরিবর্তন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুর—এর নাম পরিবর্তন করে জামালপুর মেডিক্যাল কলেজ, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইল—এর নাম পরিবর্তন করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুর—এর নাম পরিবর্তন করে ফরিদপুর মেডিক্যাল কলেজ, কর্ণেল মালেক মেডিক্যাল কলেজ, মানিকগঞ্জ—এর নাম পরিবর্তন করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ এবং আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ, নোয়াখালী—এর নাম পরির্তন করে নোয়াখালী মেডিক্যাল কলেজ নামকরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, দিনাজপুরসহ এই অঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ১৯৮০—৮১ সালে দিনাজপুর শহরের আনন্দসাগর এলাকায় সর্বপ্রথম দিনাজপুর মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর তিনি শহীদ হওয়ার পর কার্যক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ১৯৯১ সালে শহীদ জিয়ার সহধর্মীনি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আনন্দ সাগর এলাকার পুনরায় দিনাজপুর মেডিক্যাল কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর ১৯৯২ সালের ১৬ আগস্ট দিনাজপুর মেডিকেল কলেজ নামে কার্যক্রম শুরু করে। সেই সময় ৫০জন শিক্ষার্থী ভর্তি নিয়ে দিনাজপুর শহরের পৌরসভা উচ্চ বিদ্যালয় সংলগ্ন দিনাজপুর সরকারী কলেজের মুসলিম হোস্টেলে (যেটি বর্তমানে দিনাজপুর সরকারী কলেজের একাদশ—দ্বাদশ শ্রেনীর কার্যক্রম পরিচালিত হয়) অস্থায়ীভাবে দিনাজপুর মেডিক্যাল কলেজের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে দিনাজপুর শহরের আনন্দসর এলাকায় জমি অধিগ্রহন ও নতুন ভবন নির্মাণের কার্যক্রম শুরু করা হয়। শেষ পর্যন্ত ২০১০ সালের ৭ মার্চ ১৩০ জন শিক্ষার্থী নিয়ে আনন্দসাগর এলাকায় নিজস্ব ভবনে দিনাজপুর মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হয়।
২০১৭ সালের ১০ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের উপ—সচিব খান মোঃ নুরুল আমীনের সই করা এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল—এর নাম পরিবর্তন করে এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল করা হয়। ২০১৭ সালের ২১ এপ্রিল আওয়ামীলীগ সরকারের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিবর্তিত নতুন নাম এম. আব্দুর রহিম মেডিক্যাল ও হাসপাতাল উদ্বোধন করেন। এরপর থেকেই এই নাম পরিবর্তন নিয়ে দিনাজপুরবাসীর মধ্যে শুরু হয় নানান জল্পনা—কল্পনা।
অবশেষে আওয়ামীলীগ সরকারের পতনের পর গত ৩০ অক্টোবর বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ” রাখে।
এদিকে দিনাজপুর মেডিক্যাল কলেজ আগের নামেই নামকরণ করায় খুশী কলেজের শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীরা।
দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মো সাদেক হোসেন বলেন, ইতিমধ্যেই নামটি পরিবর্তন করার ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছিলো। এ জন্য এই মেডিক্যাল কলেজ থেকে প্রস্তাবনাও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। অবশেষে নামটি পরিবর্তন করে দিনাজপুর মেডিক্যাল কলেজ নামকরণ করে প্রজ্ঞাপন জারী করায় খুশী কলেজের শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী ও শিক্ষার্থীরা।