২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

আমাদের প্রতিদিন
1 month ago
55


হিলি প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামানে রেখে দিনাজপুরের হিলিতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য ্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভা যুব ঋণের চেক বিতরণ করা হয়। এবারে এই উপজেলায় ২৩ জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবক পুরুষ মহিলাদের ২৩ লাখ ২৫ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুস সালাম শাহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি লায়লা ইয়াসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহিরুল ইসলাম, হিসাব রক্ষন অফিসার শফিকুর রহমান, সমাজ সেবা অফিসার মাসুদ রানা, সহকারী কৃষি ¤প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সহকারী যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলামসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth