২৩ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৭ ডিসেম্বর, ২০২৪ - 07 December, 2024

গঙ্গাচড়ায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ-আক্রান্ত বেশি শিশু ও বৃদ্ধ

আমাদের প্রতিদিন
1 month ago
123


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় ঠান্ডাজনিত  রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে শিশু বৃদ্ধরা জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছে। প্রতিদিন গড়ে প্রায় শতাধিক শিশু বৃদ্ধ জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে আসছে হাসপাতালের জরুরি বিভাগে। এদের কেউ ভর্তি হচ্ছে আবার কেউ চিকিৎসকের পরামর্শ  নিয়ে বাড়িতে যাচ্ছে। ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অধিক রোগী ভর্তি হওয়ায় বেড়েছে রোগীর চাপ। সেবা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক- নার্সসহ সংশ্লিষ্টদের।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, নারী পুরুষ ওয়ার্ডের বিছানা শিশু বৃদ্ধ রোগীতে ঠাসা।

এছাড়া বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইন। টিকেট দিতেও হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরতদের।

গত কয়েকদিন ধরে বছর বয়সি স্বপ্নার গায়ে জ্বর, রয়েছে শ্বাসকষ্টও। গ্রাম্য চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তার পরিবার। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় বাধ্য হয়ে হাসপাতালে ছুটে এসেছেন। স্বপ্নার মতো হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক শিশুর প্রায় একই অবস্থা।

জরুরি বিভাগে অক্সিজেন নিতে দেখা যায় সত্তোর্ধ আছিম উদ্দিনকে। তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় তিনি বেশ কয়েকদিন যাবত জ্বর  কাশি এবং শ্বাসকষ্টে ভূগছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহনাজ বলেন, বর্তমানে ঠান্ডাজনিত রোগীদের চাপ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে শিশুসহ বৃদ্ধরা বেশি এসব রোগে আক্রান্ত হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth